বাংলাদেশে ভোটারবিহীন নির্বাচনে ভোটগ্রহণ শেষ

bangladesh election voter
ছবির ক্যাপশান, ঢাকার বঙ্গবন্ধু কলেজের ভোটকেন্দ্রে ভোট দিতে আসা কয়েকজন ভোটার।
    • Author, সাইয়েদা আকতার
    • Role, বিবিসি বাংলা, ঢাকা

বাংলাদেশে বিতর্কিত দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।

রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলার ভোটকেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল খুবই নগণ্য।

বিরোধীদলবিহীন নির্বাচনে এরই মধ্যে ১৫৩ টি আসনে ক্ষমতাসীন দলের প্রার্থীদের কোন প্রতিদ্বন্দী নেই। অপর যে ১৪৭ টি আসনে ভোটগ্রহণ চলছে সেখানেও খুব কম ভোটারই ভোট দিতে যাচ্ছেন।

ঢাকার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে এসে সংবাদদাতারা জানাচ্ছেন, অনেক ভোটকেন্দ্রই তারা ভোটারশূণ্য দেখতে পেয়েছেন।

ঢাকার আজিমপুরের ওয়েস্ট এন্ড হাইস্কুল কেন্দ্রে ১৯৭৪ জন ভোটারের মধ্যে বিকেল পৌনে ৩ টা পর্যন্ত ভোট দিয়েছেন মাত্র ২৫০ জন। একই সময়ে সদরঘাটের মুসলিম হাইস্কুল কেন্দ্রের ২,৫০০ জন পুরুষ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৫০০ জন এবং ২৩৪৫ জন মহিলা ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২৬০ জন।

সকালেও ভোটকেন্দ্রে খুব স্বল্পসংখ্যক ভোটারের উপস্থিতি দেখা গিয়েছে।

ঢাকার পল্লবীতে বঙ্গবন্ধু কলেজ কেন্দ্রে মোট ৯৭০০ জন ভোটারের মধ্যে সকাল সাড়ে দশটা পর্যন্ত সেখানে ভোট দিয়েছেন ২১২ জন। অন্যদিকে মিরপুর গার্লস আইডিয়াল কলেজ কেন্দ্রে একটি বুথে ভোটার সংখ্যা ৩৪০০। কিন্তু বেলা ১১টা পর্যন্ত সেই বুথে ভোট পড়েছে ২৫টি।

ঢাকার মধ্যে তেমন বড় কোন সহিংস ঘটনা না ঘটলেও নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে ভোট দিতে আসেননি অনেক ভোটার। আবার, সিলেটের একটি কেন্দ্রে বিকাল ৩টা পর্যন্ত ভোট পড়েনি একটিও।

চট্টগ্রাম, খুলনা আর বরিশালেও ভোটারদের উপস্থিতি ছিল অত্যন্ত কম। তবে, চট্টগ্রামের সংখ্যালঘু ভোটারদের সংখ্যা বেশি এমন এলাকায় ভোটারদের উপস্থিতি ভালো ছিল বলে জানা গেছে।

নির্বাচন কমিশন বলছে, নির্বাচন কমিশন বলছে, কয়েকটি রাজনৈতিক দল না আসায় ভোট পড়ার হার কিছুটা কম হয়েছে।

১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে মোট ভোটারদের মধ্যে ২৬ শতাংশের কিছু বেশি মানুষ ভোট দিয়েছিলেন।

দেশের বিভিন্ন জায়গায় সহিংসতার কারণে প্রায় ১৪৭টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। ঢাকায় নির্বাচন কমিশন জানিয়েছে , ভোটকেন্দ্রে আগুন, ব্যালট পেপার পুড়িয়ে দেয়া কিংবা ছিনিয়ে নেয়ার কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

নির্বাচন কমিশন বলছে ২৪ জানুযারির মধ্যে এসব কেন্দ্রে ভোট গ্রহন করা হবে।