কবি নজরুলের সমাধি চত্ত্বরেই দাফন করা হবে ওসমান হাদির মরদেহ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের কাছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ দাফন করা হবে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ ঢাকায় পৌঁছানোর পর হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে। এদিকে, বৃহস্পতিবার দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার, ছায়নটসহ বিভিন্ন স্থানে মব তৈরি করে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনাকে ষড়যন্ত্রের অংশ বলছে বিএনপি।
সরাসরি কভারেজ
আগরতলায় বাংলাদেশ সহকারী দূতাবাসের সামনে বিক্ষোভ
ছবির উৎস, Netai De/BBC
ছবির ক্যাপশান, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনারের দফতরের সামনে বিক্ষোভ
‘তিপরা মোথা’র যুব সংগঠন ‘ইউথ তিপরা ফেডারেশন’ এর ওই বিক্ষোভের আগে থেকেই সহকারী হাই কমিশনারের দফতরে নিরাপত্তা বাড়ায় পুলিশ।
এদিকে বাংলাদেশের ঘটনাবলির প্রেক্ষিতে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনেও নিরাপত্তা বৃদ্ধি ‘দৃশ্যমান’ হচ্ছে বলে উপদূতাবাসের সূত্রগুলো জানাচ্ছে।
ত্রিপুরার ওই যুব সংগঠনটির নেতারা বলেন, “সম্প্রতি বাংলাদেশের ন্যাশনাল সিটিজেনস পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহসহ আরও কয়েকজন ছোট-বড় নেতা উত্তর-পূর্ব ভারতকে ভারত থেকে বিচ্ছিন্ন করার যে হুমকি করেছেন, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও উসকানিমূলক"।
“এই ধরনের বক্তব্য শুধু ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের জন্যই ক্ষতিকর নয়, বরং গোটা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রেও হুমকিস্বরূপ,” জানিয়েছেন সংগঠনটির নেতারা।
বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনারের দফতরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নমিত পাঠক।
‘বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর সহিংসতার’ বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের
বাংলাদেশের
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেশের সব নাগরিকের
প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, “কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত
সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকুন”।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই বিবৃতি প্রকাশ
করা হয়।
“আমরা সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল
ধ্বংসের সকল কর্মকাণ্ডকে দৃঢ়ভাবে ও দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাই”– বলা হয় এতে।
দেশ একটি ‘গণতান্ত্রিক
রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে’ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, “যারা
বিশৃঙ্খলাকে পুঁজি হিসেবে নেয় এবং শান্তির পথকে উপেক্ষা করে—এমন অল্প কয়েকজনের
কারণে এই অগ্রযাত্রা আমরা কোনোভাবেই ব্যাহত হতে দিতে পারি না এবং দেব না”।
দ্য ডেইলি স্টার, প্রথম আলো ও নিউ এজ–এর সাংবাদিকদের উদ্দেশ করে বিবৃতিতে বলা হয়—“আমরা আপনাদের
পাশে আছি। আপনারা যে সন্ত্রাস ও সহিংসতার শিকার হয়েছেন, তার জন্য আমরা গভীরভাবে
দুঃখিত। সন্ত্রাসের মুখেও আপনাদের সাহস ও সহনশীলতা জাতি প্রত্যক্ষ করেছে।
সাংবাদিকদের ওপর হামলা মানেই সত্যের ওপর হামলা। আমরা আপনাদের পূর্ণ ন্যায়বিচারের
আশ্বাস দিচ্ছি”।
হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় নিন্দা
ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় ‘গভীরভাবে
নিন্দা’ জানানো
হয়েছে একই বিবৃতিতে।
“নতুন বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এই নৃশংস
অপরাধের সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না” বলে উল্লেখ করা হয়।
সহিংসতা, উসকানি ও ঘৃণাকে প্রত্যাখ্যান ও প্রতিরোধের আহ্বান জানানো হয় বিবৃতিতে।
বাংলাদেশে চলমান সহিংতার খবরে হতাশা প্রকাশ ভারতের কংগ্রেস নেতা শশী থারুরের
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, ভারতের কংগ্রেস দলীয় সংসদ সদস্য শশী থারুর
বৃহস্পতিবার রাতে বাংলাদেশে চলমান সহিংতার খবরে
হতাশা প্রকাশ করেছেন ভারতের কংগ্রেস দলীয় সংসদ সদস্য শশী থারুর।
ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে
তিনি বলেন, “সংসদের
পররাষ্ট্র বিষয়ক কমিটি সদ্য একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে আমরা সরকারকে বাংলাদেশের সরকারের সঙ্গে
গঠনমূলকভাবে সম্পৃক্ত হওয়ার এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি স্থিতিশীল পর্যায়ে
নিয়ে যাওয়ার চেষ্টা করার আহ্বান জানিয়েছি।"
একইসঙ্গে, ভারতীয়দের বিরুদ্ধে এবং যাদের ভারতপন্থী বলে
মনে করা হচ্ছে তাদের বিরুদ্ধে যে ধরনের বৈরিতা উসকে দেওয়া হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক বলেও মন্তব্য করেন
তিনি।
এছাড়া কমিটির দেয়া রিপোর্টে ভিসা স্বাভাবিক
করার সুপারিশ করেছিলেন বলে জানান তিনি।
“কিন্তু গতকাল রাতের সহিংসতার কারণে দুটো ভিসা
সেন্টার বন্ধ করে দিতে হয়েছে, যেটা খুবই হতাশাজনক। কারণ বাংলাদেশিরা ভারতে আসতে চাচ্ছেন, তারা অভিযোগ করছেন যে তারা আগের মতো ভিসা
পাচ্ছে না। বর্তমান পরিস্থিতিতে তাদের সাহায্য করা আমাদের
সরকারের জন্য আরও কঠিন হয়ে উঠছে”, বলেন মি. থারুর।
তিনি আরও বলেন, আমরা আশা করি দ্রতই সব স্বাভাবিক হবে। একইসাথে আমি
বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো, তাদের প্রতিবেশীর সাথে সম্পর্ককে আরও মূল্যায়ন করতে।
পাকিস্তানের সাথে ভারতের
সম্পর্ক নিয়ে দেশটির সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একটি বিখ্যাত উক্তি
উদ্ধৃত করে তিনি বলেন, “আমরা
ভূগোল বদলাতে পারবো না। আমরা যেখানে আছি সেখানেই থাকবো। তারা যেখানে আছে সেখানেই থাকবে। তাই তাদের উচিত আমাদের সাথে
কাজ করতে শিখে নেওয়া”।
ছবির ক্যাপশান, জাতীয় নাগরিক পার্টি – এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম
আসিফ মাহমুদের পর এবার কর্মসূচি পালনের সময় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি – এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম।
একইসাথে সার্বিক পরিস্থিতি
বিবেচনায় ঢাকায় জুমার পরে আমাদের শাহবাগের অবস্থান কর্মসূচিও স্থগিত করেছে দলটি। এর পরিবর্তে বিকাল চারটায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল আয়োজিত হবে বলে জানান নাহিদ ইসলাম।
দুপুর সোয়া একটার দিকে নিজের
ভেরিফায়েড ফেসবুক পাতায় নাহিদ ইসলাম লিখেছেন, “আজ জুম্মার
নামাজের পর যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। গতকালের মতো ভাঙচুর ও
নাশকতা করার পরিকল্পনা রয়েছে জুলাইবিরোধী শক্তিগুলোর। আমরা যেকোনো প্রকার
ভায়োলেন্স ও নাশকতার বিরুদ্ধে”।
"জনগণের ক্ষোভকে ব্যবহার করে
কোনো হঠকারী গ্রুপ কোথাও ভাঙচুর, অগ্নিসংযোগ অথবা কোনো
নাশকাতমূলক কার্যক্রম" যাতে করতে না পারে সে ব্যাপারে ভূমিকা পালনের আহ্বানও জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওসমান হাদির মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন উপলক্ষে ভর্তি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থগিত ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সরেজমিনে শুক্রবার সকাল থেকে প্রথম আলো ও ডেইলি স্টার অফিস এবং শাহবাগে যে চিত্র দেখা গেলো
ছবির ক্যাপশান, শুক্রবার সকালেও প্রথম আলোর পুড়ে যাওয়া অফিস থেকে ধোঁয়া বের হতে দেখা যায়
শুক্রবার সকালে বাংলাদেশের রাজধানী ঢাকার কারওয়ান বাজারে সরেজমিন গিয়ে দেখা
গেছে, প্রথম আলোর একটি কার্যালয়ের পুরো ভবন আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার রাতে হামলাকারীদের দেওয়া আগুন নিয়ন্ত্রণে
এলেও তখনো ভবনটি থেকে ধোঁয়া বের হচ্ছিলো।
ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের
বিভিন্ন তলায় নির্বাপনের কাজ চালিয়ে যাচ্ছিলেন। ভবনের সামনে উৎসুক জনতার ভিড়
থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল কম। সংবাদমাধ্যমটির কোনো কর্মীকেও
কার্যালয়ের সামনে দেখা যায়নি।
ছবির ক্যাপশান, সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের বিভিন্ন তলায় নির্বাপনের কাজ চালিয়ে যাচ্ছিলেন
সেখান থেকে ফার্মগেটে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের কার্যালয়ে গিয়ে অবশ্য কিছুটা ভিন্ন চিত্র দেখতে পান বিবিসি বাংলার সংবাদদাতা।
কার্যালয়টির সামনে র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান দেখা গেছে। তবে এই ভবনটিও ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে কাজের অনুপযুক্ত হয়ে পড়েছে।
দুটি তলা আগুনে পুড়ে গেছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে সমস্ত আসবাব।
ছবির ক্যাপশান, ভাঙচুর ও অগ্নিসংযোগে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ডেইলি স্টার কার্যালয়
ভবনের ভেতরে ঢুকে দেখা যায় সংবাদমাধ্যমের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের কয়েকজন কর্মী ক্ষয়ক্ষতির চিত্র বোঝার চেষ্টা করছেন। তারা জানান, উপরের তলাগুলোতেও ঢুকে ভাঙচুর করা হয়েছে।
ভবনের সামনে দাঁড়িয়ে ছিলেন পত্রিকাটির একজন ফটোজার্নালিস্ট। তিনি জানান, তাদের ক্যামেরা, লেন্স, হার্ডড্রাইভ লুটপাট করে নিয়ে গেছে হামলাকারীরা। দীর্ঘদিনের আর্কাইভ ও জরুরি ডকুমেন্টস নষ্ট হয়ে গেছে।
এসব বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়া এই ফটোজার্নালিস্ট তার নাম প্রকাশ না করার অনুরোধ করেন।
ছবির ক্যাপশান, ডেইলি স্টারের সবগুলো ফ্লোরে ভাঙচুর-লুটপাট চালানো হয়
এদিকে শুক্রবার সকালেও শাহবাগে মোড়ে অবস্থান নিয়ে খণ্ড খণ্ড মিছিল ও স্লোগান দিতে দেখা যায় একদল বিক্ষোভকারীকে। তারা হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দিচ্ছিলেন।
বিক্ষোভকারীদের কয়েকজনের সাথে কথা বলে বিবিসি বাংলা। তারা কোনো রাজনৈতিক ব্যানারে নয় বরং ব্যক্তিগত অবস্থান থেকে শাহবাগ এসেছেন বলে উল্লেখ করেন।
ছবির ক্যাপশান, কোনো রাজনৈতিক ব্যানারে নয়, বরং ব্যক্তিগত অবস্থান থেকে শাহবাগ এসেছেন বলে উল্লেখ করেন শাহবাগে জড়ো হওয়া ব্যক্তিরা
শাহবাগসহ রাজধানীর বিভিন্ন সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। গুলশানে বিভিন্ন দূতাবাসের আশেপাশেও দেখা গেছে একই চিত্র।
বেলা ১১টার দিকে আবারও ডেইলি স্টার কার্যালয়ে গিয়ে দেখা যায় সেখানে ‘মবে’র প্রতিবাদ করতে আসা এক তরুণকে ঘিরে কয়েকজন ব্যক্তি মারমুখো হয়ে উঠেন। কার্যালয়ে সামনে জড়ো হওয়া এই ব্যক্তিরা পত্রিকাটির বিরুদ্ধে বক্তব্য দিতে থাকেন।
এই সময় সেখানে আইনশৃঙ্খলাবাহিনীর অবস্থান থাকলেও তাদের নিষ্ক্রিয় ভূমিকায় দেখা গেছে।
ছবির ক্যাপশান, ডেইলি স্টার কার্যালয়ের সামনে র্যাবের গাড়ি
ছবির ক্যাপশান, শাহবাগে পুলিশের অবস্থান
প্রথম আলো ও ডেইলি স্টারের ‘পাশে আছে’ সরকার, জানিয়েছেন প্রধান উপদেষ্টা
ছবির উৎস, Chief Adviser’s Press Wing
ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, ফাইল ছবি
গতকাল বৃহস্পতিবার রাতে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার
কার্যালয়ে হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান
উপদেষ্টা মুহাম্মদ ইউনূস টেলিফোনে কথা
বলেছেন বলে জানিয়েছে
তার প্রেস উইং।
প্রেস উইংয়ের
এক বার্তায় বলা হয়েছে, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক
মাহফুজ আনামের প্রতি ‘গভীর সমবেদনা’ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “আপনাদের
প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের ওপর এই অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক হামলা আমাকে
গভীরভাবে ব্যথিত করেছে। আপনাদের এই দুঃসময়ে সরকার আপনাদের পাশে আছে।”
প্রধান উপদেষ্টা “দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম
প্রতিষ্ঠানের ওপর এই হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল” বলে উল্লেখ করেছেন।
“এই ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন
সাংবাদিকতার পথে এক বিরাট বাধা সৃষ্টি করেছে” বলেও মন্তব্য করেছেন তিনি।
প্রেস উইং
জানায়, টেলিফোনে
আলাপকালে সম্পাদকদের ও সংবাদমাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা এবং প্রয়োজনীয় অন্যান্য
সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। খুব শিগগিরই এই সম্পাদকদের সঙ্গে সাক্ষাৎ হবে বলেও জানান
প্রধান উপদেষ্টা।
বিভিন্ন স্থানে 'হামলা এবং ভ্যান্ডালিজম করার' পরিকল্পনা রয়েছে, শঙ্কা প্রকাশ আসিফ মাহমুদের
ছবির ক্যাপশান, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুক পোস্ট
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সম্প্রতি পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ফেসবুকে দেওয়া একটি ভিডিও বার্তায় হামলা-ভাঙচুরের শঙ্কা প্রকাশ করছেন।
ওসমান
হাদির মৃত্যুর ঘটনায় "ন্যায়বিচার চেয়ে করা আন্দোলনে" হামলা-ভাঙচুরের শঙ্কা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
এছাড়া
ওসমান হাদিকে সামনে রেখে "কেউ যেন সন্ত্রাস করতে না পারে" বা নিজেদের "ব্যক্তি বা গোষ্ঠী
স্বার্থ উদ্ধার করতে না পারে" সেদিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান সাবেক এই উপদেষ্টা।
নিজের
ফেসবুক পাতায় প্রকাশিত ওই ভিডিওতে তিনি বলেন, “এই ঘটনাকে কেন্দ্র করে বিভাজনকে উসকে
দেওয়ার জন্য এবং নানা ধরনের স্বার্থান্বেষী মহল গণমাধ্যম, ধর্মীয় প্রতিষ্ঠানসহ অনেক জায়গায় হামলা
ও অগ্নিসংযোগ করেছে”।
এর
বিরুদ্ধে নিজের অবস্থান ‘ব্যক্ত’ করে মি. ভূঁইয়া শঙ্কা প্রকাশ করেন, “এই আন্দোলনকে বিতর্কিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য জুলাই অভ্যুত্থানকে
ব্যর্থ প্রমাণের জন্য আজও বিভিন্ন স্থানে হামলা এবং ভ্যান্ডালিজম করার পরিকল্পনা রয়েছে”।
বাংলাদেশের
জনগণের প্রতি তিনি আহ্বান জানান, দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব নিজেদেরই।
“কোনো
ধরনের সেনসিটিভ, ধর্মীয় প্রতিষ্টান, সংবাদমাধ্যম, ব্যবসায়িক প্রতিষ্ঠানের যেন কোনো ক্ষতি
না হয়, সেটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব”, বলেন তিনি।
“আগামীকাল
এসব প্রতিষ্ঠানকে নিরাপত্তা দেওয়ার জন্য সবাই সতর্ক থাকবেন”।
একইসাথে
ন্যায়বিচার চাওয়ার মিছিল যেন কেউ ভিন্নদিকে ‘ডাইভার্ট’ করতে না পারে বা কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি
সৃষ্টি করতে না পারে সেই সতর্ক বার্তাও দেন তিনি।
ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও চলছে ভাঙচুর
ছবির উৎস, Screengrab
ছবির ক্যাপশান, ধানমন্ডি ৩২ নম্বরের ভাঙা বাড়িটিই আবার ভাঙছন হামলাকারীরা
ইনকিলাব
মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে-হামলা ভাঙচুরের ঘটনা কোনো কোনো জায়গায়
শুক্রবারও চলমান রয়েছে, যার
একটি ঢাকার ধানমন্ডিতে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িটি।
বেলা
১২টার দিকেও সেখানে মানুষের ভিড় দেখা গেছে। এসময় কয়েকজন ব্যক্তিকে হাতে শাবল-হাতুড়ি
দিয়ে ৩২ নম্বরের ভাঙা বাড়ির দেয়াল ভাঙতে দেখা যায়।
ঘটনাস্থল
থেকে একটি বেসরকারি টেলিভিশনে সরাসরি যুক্ত হলে সেখানে উপস্থিত একজনকে বলতে শোনা যায়, "যারাই আওয়ামী লীগের পক্ষে কথা বলবে
তাদের টিকতে দেওয়া হবে না"।
এছাড়া
ভাঙার কাজে অংশ নেওয়া একজন বলেন, ওসমান
হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা থামবেন না।
তবে
এসময় ধানমন্ডি-৩২ নম্বরের বাড়ির আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি।
প্রথম আলো ও ডেইলি স্টার সাময়িকভাবে বন্ধ থাকার ঘোষণা
ছবির ক্যাপশান, দ্য ডেইলি স্টারের প্রকাশিত বিজ্ঞপ্তি
বাংলাদেশের অন্যতম দুই গণমাধ্যম প্রতিষ্ঠান প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর প্রকাশিত হয়নি পত্রিকা দুটি। বন্ধ আছে তাদের অনলাইন সংস্করণও।
শুক্রবার সকালে ‘পাঠকের প্রতি’ শিরোনামে একটি লেখায় প্রথম আলো জানিয়েছে, বিগত রাতে তাদের কার্যালয় ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হওয়ায় এর স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। আর তাই আজ প্রথম আলো ছাপা পত্রিকা প্রকাশ করা যায়নি।
“পাঠকদের কাছে এ জন্য আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি। যতটা দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত কারিগরি ব্যবস্থা পুনরুদ্ধার করে প্রথম আলোর অনলাইন ও পত্রিকার প্রকাশ শুরু করা হবে। এ বিষয়ে আমরা পাঠকদের সহযোগিতা প্রার্থনা করছি”।
একই ধরনের একটি বিজ্ঞপ্তি দিয়েছে দ্য ডেইলি স্টারও। পত্রিকাটির অনলাইন সংস্করণে দেওয়া সেই বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, আগের রাতে পত্রিকাটির অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর সাময়িক সময়ের জন্য ডেইলি স্টারের প্রকাশনা ব্যাহত হচ্ছে।
অনলাইন সার্ভিস পুনরায় শুরু করার আগ পর্যন্ত পাঠকদের প্রতি দুঃখ প্রকাশ করে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
ছবির ক্যাপশান, প্রথম আলোতে 'পাঠকের প্রতি'
প্রথম আলো অফিসের আগুন নেভাতে গিয়ে দুইজন দমকলকর্মী আহত
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, বৃহস্পতিবার প্রথম আলো অফিসে দেওয়া আগুন
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার প্রথম আলোতে দেওয়া আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুইজন কর্মী আহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। আহত দুইজনই মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দমকল কর্মী। তারা বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
আগুনে ক্ষতিগ্রস্ত প্রথম আলো ও ডেইলি স্টার অফিস
ছবির ক্যাপশান, আগুনে ক্ষতিগ্রস্ত প্রথম আলোর অফিস
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘোষণা আসার পর একদল হামলাকারী দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের অফিসে ভাঙচুর করে আগুন দেয়, যার ফলে দুটি অফিসেই অবকাঠামোগত ক্ষতি হয়েছে।
প্রথম আলোর চারতলা ভবনটি পুরোপুরি পুড়ে গেছে। শুক্রবার সকালেও সেখানে কিছু জায়গা থেকে ধোয়া উঠতে দেখা যায়। ফায়ার সার্ভিসের একটি টিমকে ঘটনাস্থলে দেখা গেছে।
অন্যদিকে হামলাকারীদের দেওয়া আগুনে ডেইলি স্টার অফিসের নিচ তলা ও দোতলা পুড়ে গেছে। অফিসের ভেতরে ভাঙচুর করে ফেলে রাখা জিনিসপত্র পড়ে থাকতে দেখা গেছে। শুক্রবার সকালে ডেইলি স্টারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।
হামলাকারীরা ডেইলি স্টার অফিসে লুটপাটও চালায় বলে জানিয়েছেন সেখানকার কর্মীরা।
ছবির ক্যাপশান, প্রথম আলোর চার তলা ভবনটি পুরোপুরি পুড়ে গেছে
ছবির ক্যাপশান, ডেইলি স্টারের নিচতলা ও দোতলা আগুনে পুরোপুরি পুড়ে গেছে
ছবির ক্যাপশান, ডেইলি স্টারের অফিসের সামনে ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসস্তূপ
ছবির ক্যাপশান, ডেইলি স্টার অফিসে অগ্নিসংযোগ, ভাঙচুরের পাশাপাশি লুটপাটও করা হয়
শাহবাগে রাস্তা আটকে বিক্ষোভ
ছবির ক্যাপশান, শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে সারারাত দেশের বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুরের ঘটনার পর শুক্রবার সকালেও ঢাকার শাহবাগে রাস্তা আটকে বিক্ষোভ করতে দেখা গেছে।
সকাল ১০টার দিকে সেখানে গিয়ে প্রায় শ’দুয়েক বিক্ষোভকারীকে দেখা যায়। তবে তারা কোনো দল বা প্ল্যাটফর্মের ব্যানারে ছিলেন না।
তারা চারদিকের সড়কে ব্যারিকেড দিয়ে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করছেন। তবে হাসপাতালের কয়েকটি অ্যাম্বুলেন্স পাশ দিয়ে যেতে দেওয়া হচ্ছে।
বিক্ষোভকারীদের “তুমি কে আমি কে, হাদি হাদি”, “এই মুহূ্র্তে দরকার/বিপ্লবী সরকার”- এসব স্লোগান দিতে শোনা গেছে।
এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সামনে উপস্থিত ছিল।
ছবির ক্যাপশান, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের দিকটায় পুলিশের উপস্থিতি ছিল।
ওসমান হাদির মরদেহ দেশে আসবে সন্ধ্যায়
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃতদেহ বিকেল ৩টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে বাংলাদেশে আনা হবে। ফ্লাইটটি বাংলাদেশে অবতরণ করার সম্ভাব্য সময় ৬টা পাঁচ মিনিট।
ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজে একটি পোস্টে এই তথ্য জানানো হয়।
সকাল ১০টার দিকে সিঙ্গাপুরের দ্য আঙ্গুলিয়া মসজিদে তার প্রথম জানাজা এবং শনিবার ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে বলেও জানানো হয় ওই পোস্টে।
বৃহস্পতিবার যা যা ঘটেছে:
ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুর খবরে ঢাকার শাহবাগসহ বিভিন্ন স্থানে প্রতিবাদ-বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি দেখা গেছে। শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বতী সরকার।
শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর রাতভর দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার, ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি ও ছায়ানট সংস্কৃতি ভবনে মব সৃষ্টি করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া চট্টগ্রাম, রাজশাহীসহ আরও অনেক এলাকায় বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটেছে।
হামলার কারণে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় শুক্রবার প্রকাশ হচ্ছে না প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা। গণ মাধ্যম দু'টির অনলাইন কার্যক্রমও প্রায় বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার মধ্যরাতে বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন পত্রিকা দু'টির শীর্ষ কর্মকর্তারা।
প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার খবর শুনে সেখানে গিয়ে হামলাকারীদের হেনস্তার শিকার হয়েছেন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর।
ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় হিন্দু ধর্মের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে একদল ব্যক্তি। পিটিয়ে হত্যার পর ওই যুবকের মরদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন ভালুকা থানার ডিউটি অফিসার রিপন মিয়া।
খুলনার ডুমুরিয়ায় ইমদাদুল হক মিলন নামের এক সংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে শোকার্ত সবাইকে ধৈর্য ধারণ করা আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেইসঙ্গে, কোনো ধরনের 'অপপ্রচার ও গুজবে' কান না দেওয়া এবং হঠকারীমূলক সিদ্ধান্ত না নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জেআইসিতে গুম করে নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তাসহ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রাজশাহীতে ভারতের সহকারী হাইকমিশন অভিমুখে মিছিলে পুলিশের বাধা। দূতাবাসগুলোকে নিরাপত্তার বিষয়ে ‘আশ্বস্ত’ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবিসি বাংলার লাইভ
বিবিসি
বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর
পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।