লাইভ, 'তাহলে সেই বাকস্বাধীনতাটা কোথায় গেল?' মামলার প্রতিক্রিয়ায় অভিনেত্রী শাওন

সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাসবিরোধী আইনে হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তুলছে গোয়েন্দা পুলিশ। মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে তাকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্স ঢাকার বিমানবন্দর থেকে যাত্রা করেছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. আইনশৃঙ্খলার অবনতি হলো কোথায়? একটু মাঝেমধ্যে দুয়েকটা খুনখারাবি হয়: সিইসি নাসির উদ্দিন

    প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন
    ছবির ক্যাপশান, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন

    আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনাকে 'বিচ্ছিন্ন ঘটনা' বলে মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন দাবি করেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে।

    সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মি. উদ্দীন একথা বলেন।

    ''একটু মাঝেমধ্যে দুয়েকটা খুনখারাবি হয়। হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন। নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে,'' বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

    "আইনশৃঙ্খলার অবনতি হলো কোথায়? একটু মাঝেমধ্যে দুয়েকটা খুনখারাবি হয়। এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা সব সময়ই ছিল," বলেন সিইসি এএমএম নাসির উদ্দিন।

    "আগে কি আহসানউল্লাহ মাস্টার খুন হন নাই? সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব খুন হন নাই? নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে। বাংলাদেশে এগুলো নতুন কিছু নয়। সুতরাং আইনশৃঙ্খলা পরিস্থিতির বরং উন্নতি হয়েছে," বলেন মি. উদ্দিন।

  2. 'তাহলে সেই বাকস্বাধীনতাটা কোথায় গেল?' মামলার প্রতিক্রিয়ায় অভিনেত্রী শাওন

    অভিনেত্রী মেহের আফরোজ শাওন

    ছবির উৎস, Meher Afroz Shaon/FB

    ছবির ক্যাপশান, অভিনেত্রী মেহের আফরোজ শাওন

    রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রের অভিযোগ তুলে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে যেভাবে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি করা হয়েছে, সে ধরনের কোনো কাজ তিনি করেননি বলে দাবি করেছেন।

    "আমি শুনেছি যে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে। এখন সন্ত্রাস জিনিসটা তো আসলে দিনের আলোর মতো পরিষ্কার। কাজেই সন্ত্রাসবিরোধী আইনে মামলা হবার মতো কিছু করেছি বলে আমি মনে করি না এবং আমি নিশ্চিত, সন্ত্রাসবিরোধী আইনে মামলা হবার মতো কিছু আমি করিনি," মামলার বিষয়টি জানতে পারার পর সোমবার বিকেলে বিবিসি বাংলাকে বলেন মিজ শাওন।

    মামলাটিতে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের সঙ্গে সাংবাদিক আনিস আলমগীর, মডেল মারিয়া কিশপট্ট ও উপস্থাপক ইমতু রাতিশ ইমতিয়াজকেও আসামি করা হয়েছে।

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 'সন্ত্রাসী কার্যক্রমে উস্কানি' এবং জুলাই গণঅভ্যুত্থান নিয়ে 'কটুক্তি' করার মাধ্যমে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রের অভিযোগে এর আগে তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় অভিযোগ দাখিল করেন জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ।

    অভিযোগ অস্বীকার করে মিজ শাওন বলেন, "আমি আমার কিছু মতপ্রকাশ করেছি, যা কোনো দলের পক্ষে বা বিপক্ষে যায় না। আমি আজ পর্যন্ত কোনো দলের নাম বা নেতার নাম ব্যবহার করে কিছু লিখিনি; পক্ষে হোক, বিপক্ষে হোক।"

    "আমি কোনো রাজনৈতিক বিশ্লেষক না। আমি দেশের একজন সাধারণ নাগরিক। সেই নাগরিকের জায়গা থেকে আমার যখন কষ্ট লেগেছে, খটকা লেগেছে, আমার যখন মনে হয়েছে, জিনিসটা ঘটা উচিৎ হয়নি, তখন আমি সেই মতামতটা প্রকাশ করেছি।"

    "সেই একাত্তর থেকে আমরা কি চেয়েছি? আমরা তো আসলে মতপ্রকাশ করতেই চেয়েছি। চব্বিশের জুলাইতেও যেই কথাটা বলা হয়েছিল, সেটা হলো- বাক-স্বাধীনতা। এখন একদম সিম্পল মতপ্রকাশেই যদি মামলা করতে হয়, আর মামলা করলেই যদি গ্রেফতারের ভয়টা থাকে, তাহলে সেই বাকস্বাধীনতাটা কোথায় গেল?," বলেন মিজ শাওন।

  3. দাবি পূরণে ব্যর্থ হলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে: সাদিক কায়েম

    সচিবালয়ে ব্রিফিংয়ে কথা বলেন সাদিক কায়েম

    ছবির উৎস, BD Ministry of Home Affairs

    ছবির ক্যাপশান, সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম

    ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী, হামলার পরিকল্পনা ও সহায়তাকারীদের গ্রেফতারসহ তিন দফা দাবি পূরণে ব্যর্থ হলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।

    এছাড়া মি. হাদির ওপর হামলা "বিচ্ছিন্ন ঘটনা" বলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন যে মন্তব্য দিয়েছেন, সেটি দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

    সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মি. কায়েম।

    ওসমান হাদির ওপর গুলির ঘটনায় জড়িতদের গ্রেফতার পাশাপাশি শিক্ষার্থীদের অন্য দু'টি দাবি হলো: ৪৮ ঘণ্টার মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সারা দেশে চিরুনি অভিযান শুরু করে অবৈধ অস্ত্র উদ্ধার এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে অনতিবিলম্বে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করতে ব্যবস্থা নেওয়া।

    "এই দাবি অনতিবিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে," বলেন মি. কায়েম।

    এর আগে, ডাকসুর ভিপির নেতৃত্বে দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও করতে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে রওনা হন শিক্ষার্থীরা। কিন্ত পুলিশি বাধার মুখে এগোতে না পারায় তারা শিক্ষাভবনের সামনের সড়কে অবস্থান নেন।

    এরপর মি. কায়েমের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে সচিবালয়ে যান।

    সেখানে তাদের দাবিগুলো শুনে সেগুলো পূরণের আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

  4. ১৬ই ডিসেম্বর দুপুরে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল

    ঢাকার মেট্রোরেল

    ছবির উৎস, Getty Images

    ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের দিন আয়োজিত প্যারাজাম্প অনুষ্ঠানে জন্য ঢাকার মেট্রোরেল চলাচল ৪০ মিনিট বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    সোমবার নিজেদের ফেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

    "মহান বিজয় দিবস উপলক্ষ্যে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারাজাম্প অনুষ্ঠিত হবে বিধায় প্যারাট্রুপারদের নিরাপত্তার স্বার্থে আগামী ১৬ ডিসেম্বর দুপুর ১১টা ৫০ মিনিট হতে ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ থাকবে," বিবৃতিতে বলা হয়েছে।

    সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল।

  5. সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার দেখাল পুলিশ

    সাংবাদিক আনিস আলমগীর

    ছবির উৎস, Anis Alamgir/FB

    সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাসবিরোধী আইনে হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তুলছে গোয়েন্দা পুলিশ।

    কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে তোলা হবে বলে সোমবার বিকাল তিনটার দিকে বিবিসি বাংলাকে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম।

    রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রের অভিযোগে এর আগে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি অভিযোগ দাখিল করেন জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ।

    সেই অভিযোগের প্রেক্ষিতে হওয়া মামলায় মি. আলমগীরকে গ্রেফতার দেখানো হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন ডিবি প্রধান।

    এর আগে, রোববার রাতে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক মি. আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।

  6. ডাকসু নেতাদের ডাকা স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি বাধা

    স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ

    ইনকিলাব মঞ্চের নেতা ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতাদের ডাকা স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।

    সোমবার বেল ১২টার দিকে ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে ডাকসু কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে রওনা দেয় শিক্ষার্থীরা।

    টিএসসি হয়ে মিছিলটি দোয়েল চত্বরে যাওয়ার পর প্রথম দফায় পুলিশি বাধার মুখে পড়ে। ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সামনে এগিয়ে গেলে হাইকোর্ট মাজার মোড়ে দ্বিতীয় দফায় পুলিশের বাধার মুখে পড়ে।

    একপর্যায়ে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করে। কিন্তু শিক্ষা ভবন এলাকায় পুলিশ তাদেরকে আটকে দিলে সড়কেই অবস্থান নেয় শিক্ষার্থীরা।

    পরে ডাকসুর ভিপি মি. কায়েমের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে সচিবালয়ে যান।

  7. উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি

    দুপুরে শরিফ ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরে

    ছবির উৎস, SAMDANI

    ছবির ক্যাপশান, দুপুরে শরিফ ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরে

    মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।

    সোমবার দুপুর সোয়া একটার দিকে ওসমান হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি ঢাকার এভারকেয়ার হাসপাতাল রওয়ানা হয় বিমানবন্দরের উদ্দ্যেশে।

    ঠিক দুপুর দেড়টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর গেট দিয়ে সেটি পৌঁছায় বিমানবন্দরে। পরে তোলা হয় এয়ার অ্যাম্বুলেন্সে।

    এর আগেই ওসমান হাদিকে নিতে বেলা সাড়ে এগারোটার দিকে এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছায় ঢাকার বিমানবন্দরে। তার সাথে সিঙ্গাপুর যাচ্ছেন তার ভাই ওমর বিন হাদি ও রাজনৈতিক সহযোদ্ধা আমিনুল হাসান ফয়সাল।

    এর আগে রোববার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ওসমান হাদিকে সোমবারই নেওয়া হবে সিঙ্গাপুরে।

    আজ এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

    গত শুক্রবার ঢাকার বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন জুলাই গণঅভ্যুত্থানের সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি।

  8. সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ

    আনিস আলমগীর ও মেহের আফরোজ শাওন

    ছবির উৎস, আনিস আলমগীর ও মেহের আফরোজ শাওনের ফেসবুক থেকে

    ছবির ক্যাপশান, আনিস আলমগীর ও মেহের আফরোজ শাওন

    সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি অভিযোগ দাখিল করা হয়েছে।

    রোববার মধ্যরাতের পর আরিয়ান আহমেদ নামের এক ব্যক্তি এই অভিযোগটি দাখিল করেন। তিনি জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স নামে একটি সংগঠনের কেন্দ্রীয় সংগঠক।

    ওই অভিযোগে আরো যে দুই জনের নাম রয়েছে, তাঁরা হলেন মডেল মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ।

    পুলিশ জানিয়েছে, থানায় অভিযোগ দিলেও সেটি এখনো মামলা হিসেবে নথিভুক্ত হয়নি।

    উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি কাজী মোহাম্মদ রফিক আহমেদ বিবিসি বাংলাকে বলেন, "আমরা একটা অভিযোগ পেয়েছি। এটা নিয়ে কাজ করছি আমরা। স্যারদের সাথে পরামর্শ করে এটা নিয়ে সিদ্ধান্ত নেবো আমরা”।

    তিনি জানান, রাত আড়াইটার পর এই অভিযোগ দায়ের করা হয়েছে। তবে সেটি এখনো মামলা হিসেবে নথিভুক্ত হয়নি।

    থানায় দায়ের করা ওই অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ২০২৪ সালের পাঁচই আগস্টের পর থেকে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন টেলিভিশনের টকশোতে বসে নিষিদ্ধ সংগঠনকে (আওয়ামী লীগ) ফিরিয়ে আনার প্রোপাগান্ডা চালিয়ে আসছে। এর মাধ্যমে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের পাঁয়তারা করছে।

    এর আগে রোববার রাতে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক মি. আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।

    শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয়েছে।

  9. রোববার সারাদিন যা যা হলো

    • শেখ হাসিনার ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানির সুযোগ দেওয়া এবং আগামী জাতীয় নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগ এনে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
    • তবে ভারতের হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেসব দাবি জানিয়েছে, তা প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি বলেছে, বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভূক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের পক্ষে তাদের অবস্থান।
    • সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি। ধানমণ্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
    • ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হচ্ছে সিঙ্গাপুরে।
    • অস্ট্রেলিয়ার বন্ডি বিচে দুই বন্দুকধারীর গুলিতে অন্তত ১১ জন নিহত হয়েছে বলে নিউ সাউথ ওয়েলসের পুলিশ জানিয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন শিশু ও পুলিশসহ অন্তত ২৯জন।
    • আফ্রিকার দেশ সুদানে সশস্ত্র গোষ্ঠীর হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর।
    • শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর, রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল বাড়াচ্ছে সরকার। রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
    • শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় ব্যবহৃত মোটর সাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। দুইজন সন্দেহভাজন ব্যক্তিকেও শনাক্ত করা হয়েছে।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  10. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে